মোটরযানের মালিকানা পরিবর্তন পদ্ধতি। বিআরটিএ......... Kanti360°


মোটরযানের মালিকানা পরিবর্তন পদ্ধতি।


আমরা মাঝে মধ্যেই পুরাতন বা অন্যের ব্যাবহৃত মোটর সাইকেল সহ বিভিন্ন যান বাহন ক্রয় করে থাকি।
সেও ক্ষেত্রে দেখা যায় মালিকানা পরিবর্তন করা প্রয়োজন হয়ে থাকে যদিও আমাদের দেশে বেশির ভাগ মানুষ মালিকানা পরিবর্তন না করেও শুধু ষ্ট্যাম্প পেপার ব এভিডেভিট এর মাধ্যমেই চালিয়ে নেন। কিন্তু আইনগত দিক থেকে আপনি এজটা যান বাহন ক্রয় করলে অবশ্যই তা আপনার নামে ট্র্যান্সফার বা মিলিকানা পরিবর্তন করে নেওয়া উচিৎ। ঠিক যেমন নয়ুন কোন মোটরসাইকেল বা অন্য কোন যান ক্রয় করলে রেজিস্ট্রেশন করতে হয় তেমন ই পুরাতন ক্রয় করলেও বিআরটিএ’র মাধ্যমে মালিকানা পরিবর্তন বা নিজ নামে রেজিস্ট্রেশন ট্র্যান্সফার করে নেওয়া উচিৎ।

আর তার জন্য আপনাকে বিআরটিএ’র নির্ধারিত ফরমের মাধ্যমে আবেদন করে নাম পরিবর্তন বা মালিকানা পরিবর্তন করে নিতে হয়।

মালিকানা সাধারণত দুই ভাবে আপনি পেতে পারেনঃ
১- ক্রয় সুত্রে মালিকানা পরিবর্তন।
২- ওয়ারিশ সুত্রে মালিকানা পরিবর্তন।



ক্রয় সুত্রে মালিকানা পরিবর্তন এর জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ


ক্রেতার করণীয়ঃ

১। পূরণকৃত ও স্বাক্ষরিত টিওটিটিওফরম, ( ফরম সমূহ বিআরটিএ’র ওয়েব সাইটে পাওয়া যাবে)
২। প্রয়োজনীয় ফি জমা দানের রশিদ
৩। মূল রেজিস্ট্রেশন সনদ (উভয় কপি)/ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট(প্রযোজ্য ক্ষেত্রে)
৪। সংশ্লিষ্ট নমুনা স্বাক্ষর ফরমে ত্রেতার নমুনা স্বাক্ষর এবং ইংরেজীতে নাম, পিতার/স্বামীর নাম, পর্ণ ঠিকানা ও 3 কপি স্ট্যাম্প আকারের রঙ্গীন ফটোসহ ফরমের অন্যান্য সকল তথ্য প্রদান, তবে ক্রেতা কোন প্রতিষ্ঠান হলে, উপরে বর্ণিত কাগজপত্রসহ (হলফনামা ব্যতিত) অফিসিয়াল প্যাডে চিঠি।
৫। ক্রেতার TIN সার্টিফিকেটের সত্যায়িত কপি (ভাড়ায় চালীত নহে এমন কার, জিপ, মাইক্রোবাস-এর ক্ষেত্রে)
৬। ছবিসহ নন-জুডিসিয়াল স্ট্যাম্পে ওয়ারিশগণের হলফনামা [একাধিক ওয়ারিশ থাকলে এবং একজনের নামে মালিকানা প্রদান করা হলে অন্যান্য ওয়ারিশগণ কর্তৃক স্ট্যাম্পে আর একটি হলফনামা দিতে হবে।


বিক্রেতার করণীয়ঃ


১। মোটরযানটি ব্যাংক অথবা অন্য কোন প্রতিষ্ঠানের নিকট দায়বদ্ধ থাকলে দায়বদ্ধকারী প্রতিষ্ঠানের ঋণ পরিশোদ সংক্রান্ত ছাড়পত্র সংগ্রহ করে তা দাখিল করা।
২। বিক্রেতার ছবিসহ বিক্রয় হলফনামা।
৩। ফরম টিটিওএবং বিক্রয় রশিদে স্বাক্ষর।
৪। বিক্রেতা কোম্পানী হলে কোম্পানীর লেটার হেড প্যাডে ইন্টিমেশন, বোর্ড রেজিুলেশন ও অথরাইজেশন পত্র প্রদান।

এই সমস্ত কাগজ পত্র বিআরটিএ অফিসে জমা দিলে বিআরটিএ যাচাই বাছাই করে যদি সকল তথ্য সঠিক পাওয়া যায় তাহলে পুনরায় আপনাকে বায়োমেট্রিক্স (চার আঙুলের ছাপ, ডিজিটাল ছবি ও স্বাক্ষর) প্রদানের জন্য এসএমএস এর মাধ্যমে ডাকবে। আপনি বিআরটিএ অফিসে উপস্থিত হয়ে (চার আঙুলের ছাপ, ডিজিটাল ছবি ও স্বাক্ষর) প্রদান করবেন।

মোটরযানের মালিকানা পরিবর্তন পদ্ধতি। বিআরটিএ......... Kanti360° মোটরযানের মালিকানা পরিবর্তন পদ্ধতি। বিআরটিএ......... Kanti360° Reviewed by গান ও কবিতা ঘর on September 26, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.