আপনার নামে কয়টি সিম নিবন্ধন করা আছে? এক্ষুনি নিজেই জেনে নিন। Kanti360°

 

প্রিয় পাঠক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালোই আছি । যাইহোক বন্ধুরা আজ আমি আপনাদের সাথে আলোচনা করব যে আমরা যারা বিভিন্ন কোম্পানীর সিম ব্যবহার করে থাকি তারা সবাই কি জানি ? যে আমাদের এন আই ডি ব্যবহার করে কোন কোম্পানী এর কয়টা সিম নিবন্ধন করা আছে, যদি না জেনে থাকি তাহলে এটা হতে পারে আমাদের জন্য বিপদ সংকেত কেননা যদি আমাদের এন আই ডি ব্যবহার করে অন্য কেও সিম ক্রয় করে এবং সেই সিম এর মাধ্যমে সেই ব্যক্তি কোন অপরাধ মূলক কাজ করে তাহলে তার সম্পূর্ণ দায়ভার আমাদেরকেই নিতে হবে (যার এন আই ডি তার কথা বলছি)।
এখন ভাবছেন যে তাহলে কি করতে হবে? বা কিভাবে জানতে পারবেন আপনার এন আই ডি (NID) ব্যবহার করে কতগুলো সিম ক্রয় করা আছে? এটার জন্য আপনাকে যে কোন একটি মোবাইল এর ডায়াল অপশন এ যেয়ে *16001# লিখে ডায়াল বাটন এ চাপ দিলেই আপনার কাছে জানতে চাওয়া হবে আপনার এন আই ডি কার্ড এর শেষ চার (৪) টি সংখ্যা, আপনি আপনার এন আই ডি কার্ড এর শেষ চার (৪) টি সংখ্যা লিখে SEND বাটনে চাপ দিলেই কিছুখনের মধ্যে আপনাকে ফিরতি এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে যে আপনার কোন অপারেটর এর কয়টা সিম নিবন্ধন করা আছে সেখানে আপনার সিম এর প্রথম এবং শেষের কিছু সংখ্যা বলে দেওয়া থাকবে যেটা দেখে আপনি আপনার সিম কিনা যাচায় করতে পারবেন। যদি আপনি দেখেন যে কোন একটি সিম এর নং আপনার না তাহলে আপনি সেই ছিম কোম্পানীর সাথে যোগাযোগ করে সেই সিম আপনার এন আই ডি কার্ড থেকে রিমোভ করে ফেলবেন ।
লক্ষ্য করুনঃ- এই সিস্টেমে এর জন্য আপনার নির্দিষ্ট কোন সিম থেকে ডায়াল করা লাগবেনা যেকোন একটি অপারেটর এর সিম আপনার মোবাইল এ থাকলেই হবে আপনি শুধু মাত্র উপরের নিয়মটি ফলো করবেন।
 ধন্যবাদ-
আপনার নামে কয়টি সিম নিবন্ধন করা আছে? এক্ষুনি নিজেই জেনে নিন। Kanti360° আপনার নামে কয়টি সিম নিবন্ধন করা আছে? এক্ষুনি নিজেই জেনে নিন। Kanti360° Reviewed by গান ও কবিতা ঘর on September 12, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.