কিভাবে মোটরসাইকেল রেজিট্রেশন করবেন ? Kanti360°

আসুন আজকে আমরা জেনে নেই কিভাবে আমরা আমাদের মোটরসাইকেল রেজিসট্রেশন সম্পন্ন করব,


বিশ্বের প্রতি টি দেশের মতো আমাদের দেশ বাংলাদেশেও আইনগত বা যে কোন সমস্যা মোকাবিলার ক্ষেত্রে মোটরসাইকেল সহ যে কোন যানবাহনকে (বি আর টি এ ) এর নির্ধারিত পদ্ধতি আনুযায়ী রেজিস্ট্রেশন করতে হবে।  তাছড়াও আপনার জানা দরকার রেজিস্ট্রেশন ছাড়া কোন ধরনের যান রাস্তা চালানো সম্পুর্ন অবৈধ এবং আইনত দন্ডনীয় অপরাধ।  তাই আপনার মোট্রসাইকেল টি রেজিস্ট্রেশন করুন এবং আইন মেনে নিরাপদে ভ্রমন করুন।
আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রয়োজনে মোটরসাইকেল  গ্রামে কিংবা শহরে বেশ জনপ্রিয় একটি বাহন।
কারণ ডিজিটাল যুগের বর্তমান সময়ে আমাদের সকলেরই প্রয়োজন একটি ভাল যোগাযোগ ব্যবস্থা। এতে করে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরণের যানবাহন ব্যবহার করে থাকি যার ফলে আমরা আমাদের মূল্যবান সময় আমরা বাঁচাতে পারি।
সেই ক্ষেত্রে আমরা  বিভিন্ন যানবাহন এর থেকে মোটরসাইকেল কেই বেছে নিয়েছি বা নিয়ে থাকি। বর্তমান সময়ের রাস্তাঘাট এ যানজট এবং অত্যাধিক গাড়ি ঘোড়ার চাপের কারণে মোটরসাইকেল নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে আমরা অনায়াসেই যাতায়াত করতে পারি এবং এটি আমাদের সকলের কাছেই একটি সহজলভ্য মাধ্যম।


রেজিস্ট্রেশন প্রক্রিয়া (বিআর টি এ)

নতুন মোটরসাইকেল রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে প্রথমে (বি আর টি এর ) এর নির্ধারিত ফরম সংগ্রহ করে তা যথাযথভাবে পূরন এবং প্রয়োজনীয় কাগজপত্র সংযোজন করে আপনার বর্তমান বা স্থায়ী ঠিকানা যে বিআরটিএ সার্কেল এর আওতায় থাকবে সে সার্কেল অফিসে জমা দিতে হবে।  তারপর (বি আর টি এ) কতৃপক্ষ সেই আবেদন পত্র গুলো যাচাই বাছাই করে সঠিকতা ও সত্যতা যাচাই করবে।  যাচাই বাছাই এর পর আবেদন পত্র গৃহীত হলে বিআরটিএ কতৃপক্ষ রেজিট্রেশন এর জন্য প্রয়োজনীয় ফি জমাদানের অনুমতি প্রদান করবে এবং একটি এ্যাসেসমেন্ট স্লিপ প্রদান করবে ফি জমা প্রদানের পর গাড়িটি পরিদর্শনেরর জন্য নির্ধারিত বিআরটিএ অফিসে হাজির করতে হবে।  গাড়িটি হাজির করার পর বিআরটিএ ইনফরমেশন সিস্টেমে এন্টি করার পর সহকারী পরিচালক (ইঞ্জি:) কর্তৃক রেজিস্টেশনের অনুমোদন প্রদান করা হবে এবং রেজিস্টেশন নম্বর উল্লেখপূর্বক প্রাপ্তিস্বীকার পত্র ও ট্যাক্স টোকেন প্রিন্ট করে সংশ্লিস্ট কর্মকর্তাদের স্বাক্ষর সহ গ্রাহককে প্রদান কবে।  রেজিস্ট্রেশন তৈরী হওয়ার ৭ থেকে ১৫ দিন কোন কোন ক্ষেত্রে ১ মাসের মধ্যে ডিজিটাল রেজিস্ট্রশন সার্টিফিকেট এর জন্য গ্রাহককে বায়োমেট্রিক্স ( ডিজিটাল ছবি, ডিজিটাল স্বাক্ষর ও আঙ্গুলের ছাপ) প্রদানের জন্য গ্রাহক কে বিআরটিএ অফিসে উপস্থিত হতে হবে।  ডিজিটাল রেজিস্ট্রেশন ও বায়োমেট্রিক্স গ্রহন করার পর রেজিস্টেশন নম্বর উল্লেখপূর্বক প্রাপ্তিস্বীকার পত্র ও ট্যাক্স টোকেন দিয়েই যতদিন ডিজিটাল রেজিস্ট্রেশন স্মার্ট কার্ড না পাচ্ছেন ততদিন আপনি আপনার মোটরসাইকেল টি সাড়া দেশব্যাপী ব্যাবহার করতে পারবেন।  তবে প্রাপ্তিস্বীকার পত্রে স্মার্ট কার্ড সরবরাহের একটি সম্ভাব্য তারিখ উল্লেখ থাকে আপনাকে খেয়াল রাখতে হবে সেই তারিখ যেন পেড়িয়ে না যায়। যদি কোন কারণে উল্লেখিত তারিখের মধ্যে স্মার্ট কার্ড না পান তাহলে বিআরটিএ অফিসে গ্যে তারিখ বাড়িয়ে নিতে হবে। স্মার্ট কার্ড তৈরি হয়ে গেলে মোবাইল ফোনে এস এম এস এর মাধ্যমে বিআরটিএ থেকে জানিয়ে দেওয়া হয় ।

রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজ পত্রঃ

১।  যার নামে রেজিস্ট্রেশন হবে তার সদ্য তোলা দুই কপি স্ট্যাম্প সাইজের ছবি।
২।  রেজিস্ট্রেশন ফি জমাদানের প্রযোজ্য রসিদ
৩ ।  মালিক ও আমদানিকারক/ডিলার কর্তৃক যথাযথভাবে পূরণ ও স্বাক্ষর করা নির্ধারিত আবেদনপত্র।
৪।  আমদানিকারক/বিক্রেতা প্রদত্ত সেল সার্টিফিকেট /সেল ইন্টিমেশন/বিক্রয় প্রমাণপত্র

৫।  প্যাকিং লিস্ট, ডেলিভারী চালান, এবং গেইট পাস।
। যে কোম্পানি থেকে মটর সাইকেল টি ক্রয় করেছেন সেই কোম্পানি থেকে সংগৃহীত কাগজ পত্র এবং সে সকল কাগজ সমূহ (বি আর টি এ) এর পরিদর্শক দ্বারা পরিদর্শন প্রতিবেদন।
 ভ্যাট প্রদানের রসিদ ও বডি ভ্যাট চালান (প্রযোজ্য ক্ষেত্রে)।
। জাতীয় রাজস্ব বোর্ড ও কাস্টমস কর্তৃপক্ষ এর ছাড়পত্র ( প্রযোজ্য ক্ষেত্রে)
৯।  কাস্টমস অফিস দ্বারা সত্যায়িত প্রয়োজনীয় ভ্যাট প্রদানের রসিদ।

১০।  প্রস্তুতকারক অথবা (বি আর টি এ)কর্তৃক অনুমোদিত বডি নকশা এবং সিট ধারণ ক্ষমতার একটি সম্বলিত একটি ড্রইং ( সকল যানবাহনের ক্ষেত্রে এটি প্রযোজ্য)

১১। নিজ বাক্তিমালিকানাধীন এর ক্ষেত্রে জাতীয় পরিচয় পত্র/পাসপোর্ট এর কপি।

মনে রাখবেন মোটরসাইকেল রেজিস্ট্রেশন আপনার মোটরসাইকল কে সুরক্ষা করবে এবং রেজিট্রেশন বিহীন যে কোন ধরণের যান চালানো আইনত দন্ডনীয় অপরাধ।  তাই আপনি অবশ্যই আপনার মোটরসাইকেল বা যে কোন ধরণের যান ব্যাবহার করেন না কেন অবশ্যই রেজিস্ট্রেশন করে নিবেন।  মোটরসাইকেল রেজিস্ট্রশন এর ক্ষেত্রে উপরে উল্লেখিত বিষয় সমূহ খুব গুরুত্বপূর্ণ এবং অবশ্যই প্রয়োজনীয়

বিদ্রঃ আপনি যদি মনে করেন এই সকল কাগজপত্র সংগ্রহ করা আপনার জন্য অনেক ঝামেলা বা কষ্টসাধ্য হচ্ছে সে ক্ষেত্রে আপনি যে শোরুম থেকে মোটরসাইকেল টি ক্রয় করেছেন সেই শোরুমের সাহায্যেও রেজিস্ট্রেশন করতে পারেন।


ধন্যবাদ-


কিভাবে মোটরসাইকেল রেজিট্রেশন করবেন ? Kanti360° কিভাবে মোটরসাইকেল রেজিট্রেশন করবেন ? Kanti360° Reviewed by গান ও কবিতা ঘর on September 24, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.